সভার সিদ্ধান্ত সমুহ
আলচ্য বিষয়ঃ এল জি এস পি।
সভাপতি সাহেব সভায় উপস্থিত সকল সদস্যদের জানান যে,২০১৩-২১৪ অর্থ বছরের এল জি এস পি ১ম কিস্তির আওতায় থোক বরাদবদ হিসাবে ৫,৫১,২৩৩/(পাচ লক্ষ্য একান্ন হাজার দুই শত তেতত্রিশ)টাকা পাওয়া যাইবে।এবং উক্ত বরাদ্দ দ্বারা বাস্তবায়সের জন্য ০৪টি প্রকল্প গ্রহন করা হয়েছে।সভাপতি সাহেব সভায় উপস্থিত সকল সদস্যকে জানান যে,২০১৩-২০১৪ অর্থ বছরের বরাদ্দ দ্বারা বাস্তবায়নের জন্য স্কীম বাছাই করা প্রয়োজন।অতপর সভার বিভিন্ন আলোচনার মাধ্যমে ইউনিয়ন পরিকল্পনা ও কারিগরি সহায়তা কমিটি কর্তৃক সকল ওয়ার্ড থেকে প্রাপ্ত প্রস্তাবনার একাটি সমন্বিত ও প্রনয়নকৃত তালিকা ইউপি সভায় সিদ্ধান্ত গ্রহনের জন্য উপস্থাপন করা হয়।অতপর এই সভায় সর্বসম্মতিক্রমে নিম্ন বর্নিত ০৪টি স্কীম প্রদান করা হইল।এবং উল্লেখিত ০৪টি স্কীম ভালকরে বাস্তবায়ন করার লক্ষে সর্ব ধরনের প্রস্তুতি গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হইল।
স্কীমের নামের তালিকাঃ
১।ফজরের বাড়ি হইতে সৈয়দ এর কাড়ি অভিমুখে রাস্তা ইটের চলিং দ্বারা উন্নয়ন ওয়ার্ড নং ০৫ বরাদ্দ=১,৬১,২৩৩/টাকা।
২।আমতলা স্কুল হইতে সবুরের বাড়ি অভিমুখে রাস্তা ইটের চলিং দ্বারা উন্নয়ন ওয়ার্ড নং০৬ বরাদ্দ=১,৬০,০০০/ টাকা।
৩।হাসানের বাড়ি হইতে লুৎফরের বাড়ি অভিমুখে রাস্তা ইটের চলিং দ্বারা উন্নয়ন ওয়ার্ড০১ বরাদ্দ=১,০,৫,০০০/ টাকা।
৪।মেইন রাস্তা হইতে মালোবাড়ি অভিমুখে রাস্তা ইটের চলিং দ্বারা উন্নয়ন বরাদ্দ=১,২৫,০০০/ টাকা।
অতপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS